বার্ধক্যে ও বাল্যকালে (বৃদ্ধ ও শিশুদের পীড়ায়) লাইকোপোডিয়ামের কার্যকারিতা

 বার্ধক্যে ও বাল্যকালে (বৃদ্ধ ও শিশুদের পীড়ায়):- লাইকোপোডিয়াম বালক, বৃদ্ধ, যুবা, স্ত্রীলোক সকলের পক্ষেই উত্তম কার্যকরী, কিন্তু বালক ও বৃদ্ধদের ক্ষেত্রে অপেক্ষাকৃত উত্তমভাবে কার্য করে। লাইকো রোগী তাহার বয়স অপেক্ষা অধিকতর বৃদ্ধের মত দেখায়। বালকদের মস্তক বেশ পরিপুষ্ট কিন্তু দেখিতে ক্ষীণ ও দুর্ব্বল। যে সকল বালক ও বৃদ্ধ শেম্মা প্রধান ধাতুর, লিডার পীড়াগ্রস্ত, প্রস্রাবে লিথিক এসিড নির্গত হয়। মাথাটি বড়, গাত্রচর্ম শুষ্ক, রোগ ভোগ কালে খিটখিটে ও উদ্ধত, নিজেকে অপর অপেক্ষা শ্রেষ্ঠ মনে করে, জীর্ণ শীর্ণ অথচ তীক্ষ্ণ বুদ্ধি, তাহাদের ক্ষেত্রেই ইহা উত্তম কার্যকরী। ইহার শিশুরা নিদ্রা ভঙ্গের পর কিছুক্ষণ বিষণ্ন ও হতবাক হইয়া চাহিয়া থাকে। যেন হতবুদ্ধির ভাব। এই ভাব কাটিয়া গেলে অনবরত পা ছোঁড়ে, মাতাকে পর্যন্ত লাথি মারে এবং মুখ না ধুইয়াই খাইবার জন্য বায়না ধরে। কিছুক্ষণ পর মনের এই ভাবটি আর থাকে না। ইহার শিশুদের উর্দ্ধাংগ বেশী শুষ্ক ও শীর্ণ। সারাদিন খুঁত খুঁত করে, কাঁদে ও বায়না ধরে। অতিশয় ক্ষুধা কিন্তু সামান্য আহার করিলে ক্ষুধার অবসান, কোষ্ঠবদ্ধ, সামান্য ঠাণ্ডায় সর্দি ও রাত্রিকালে নাসা পথ বন্ধ, দক্ষিণ পার্শ্বের ব্রঙ্কাইটিস, নিমোনিয়া বা উদরে বায়ু সঞ্চয় সহ নাকের পাখা দুইটির উঠানামা প্রভৃতির লক্ষণগুলি লাইকোর শিশু রোগীর চিত্র। বৃদ্ধদের ধ্বজভঙ্গেও ইহা উপকারী। বৃদ্ধ স্বামীর পুরুষত্বহীনতার জন্য তরুণী স্ত্রীর মনস্তুষ্টি করিতে না পারিলে উচ্চ শক্তির লাইকো সেবনে সে অভাব দূর হওয়া সম্ভব। সে জন্য বলা হয় বাল্যকালে ও বার্ধক্যে লাইকোপোডিয়ামের অনুকূল ক্রিয়া দর্শে ।

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ