পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

 পরিপাক যন্ত্রের পীড়া:- পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার- পরিপাক যন্ত্রের উপরই লাইকোর প্রধান ক্রিয়া। প্রচুর ক্ষুধা থাকা সত্ত্বেও দুই চার গ্রাস আহার করার পর পেটটি দশম হইয়া উঠে। আহারের ২/৩ ঘন্টা পর হইতে পেটটি এরূপ বায়ুপূর্ণ হইয়া উঠে যে রোগীর ভয়ানক অস্বস্তি হয়। নিম্ন পথে বায়ু নিঃসরণ হইতেও চায় না, উদ্গারও উঠে না। চুকা ঢেকুর উঠে। পেটের কাপড়টি আলগা করিয়া দিতে হয় নতুবা পেটটি চড়চড় করে। বিকাল ৪টা হইতে ৮টা পর্যন্ত ইহার উদর লক্ষণগুলি বিশেষতঃ ক্লেশ সমূহ বৃদ্ধি পায়। অজীর্ণে টক ঢেকুর উঠে, পেট জ্বলে, পেট ফোলে এবং চুঁইলেই লাগে। পুরাতন পীড়ায় খাদ্য বস্তু সহজে হজম হয় না, তরল পানীয় ভিন্ন অন্য কোনও দ্রব্য আহার করিলেই পেটে বেদনা হয়। সময়ে সময়ে বমি হয়। ঢেকুর পূর্ণ ভাবে উত্থিত হয় না, কেবল গলা পর্যন্ত উঠে এবং গলা জ্বালা করে, মুখে জল উঠে। ইহার উদরাময়ে তরল মলের সঙ্গে কঠিন মল মিশ্রিত থাকে, পেটে বেদনা থাকে না, বৈকালে ৪টা হইতে ৮টা পর্যন্ত উদরাময়ের বৃদ্ধি। মিষ্টি দ্রব্যে রুচি বেশী। উপরের পেট অধিক ফোলা, কোষ্ঠবদ্ধ, পেটে ভুটভাট করা, পেট ডাকা,

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।