কাশিতে কোনায়ামের লক্ষণ

 

 কাশি লক্ষণ- বৃদ্ধদের কাশিতে ইহা উপযোগী। এক প্রকার শুষ্ক কাশি, কাশিতে কাশিতে দম আটকাইয়া যায়। রাত্রিতে শুইলে কাশির বৃদ্ধি, স্বর যন্ত্রের উত্তেজনা। গলা শুষ্ক, রোগী কাশিয়া গলার তুলিতে না পারিয়া গিলিয়া ফেলে। দিবা ভাগে আদৌ কাশি থাকে না। কিন্তু সন্ধ্যায় ও রাত্রে বৃদ্ধি প্রভৃতি লক্ষণে কোনায়াম উপকারী।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।