লাইকোপোডিয়ামের ক্রিয়াস্থান

  লাইকোপোডিয়ামের ক্রিয়াস্থান:-

লাইকোপোডিয়ামের ক্রিয়াস্থান দৈহিক বিধানের উপর ইহা প্রবল জিনা করিয়া থাকে। মূত্র, পরিপাক যন্ত্র, রক্ত সঞ্চালন যন্ত্র, শৈষ্মিক ঝিল্পী ও স্নায়ু মণ্ডলের উপর ইহার প্রধান ক্রিয়া দেখিতে পাওয়া যায়। জননেন্দ্রিয় ও চর্মের উপরও বিশেষপে ক্রিয়া করিয়া থাকে। যকৃতের উপরই যেন সর্ব প্রথম বিশৃঙ্খলাটি বিকাশপ্রাপ্ত হয় এবং উপরে বায়ু সত্য, অজীর্ণ প্রভৃতি লক্ষণ আনীত হইয়া থাকে। লাইকোপোডিয়ান বালক, বৃদ্ধ, যুবা স্ত্রীলোক সকলের পক্ষেই উত্তম কার্যকরী। কিন্তু বালক ও বৃদ্ধদিগের পক্ষে অপেক্ষকৃত উত্তম। যাহাদের ক্ষীণদেহ, তীক্ষ্ণ বুদ্ধি তাহাদের শরীরে এবং যাহাদের সহজেই বা ফুসফুসের ও লিভারের পীড়া হওয়ার প্রবণতা দেখিতে পাওয়া যায়। তাহাদিদের শরীরেই ইহা খুব ভাল ক্রিয়া করিয়া থাকে।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।