পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।

 

পুংজননেন্দ্রিয়ের লক্ষণ বা ক্রিয়া- জননেন্দ্রিয়ের উপর কোনায়াম সুন্দর কাজ করিয়া থাকে। লিঙ্গের দুর্বলতা, কামরিপু চরিতার্থ করার খুব ইচ্ছা কিন্তু স্ত্রী সহবাসে সম্পূর্ণ অক্ষম। স্ত্রীলোক দর্শনে বা স্পর্শে এমনকি স্মরণ করিলেও অসাড়ে বীর্যপাত হইয়া যায়। জননেন্দ্ৰিয় উত্তেজিত হয়
না, শিথিল। জননেন্দ্রিয়ের এই প্রকার পীড়া হইতে নানা প্রকার মানসিক পীড়া উপস্থিত হয়। পুরুষ বা স্ত্রী অতিরিক্ত ইন্দ্রিয় পরিচালনা হেতু বা চির কৌমার্যব্রত পালন করিয়া মানসিক পীড়াগ্রস্ত হইয়া পড়িলে বা অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত দৌর্বল্য পক্ষাঘাতে পরিণত হইলে কোনায়াম ফলপ্রদ ।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার