কোনায়ামকে আইবুড়ো ও আইবুড়ীদের ঔষধ বলা হয় কেন?


 আইবুড়ো ও আইবুড়ীদের ঔষধ বলা হয়- চিরকুমার অধিক বয়স্ক পুরুষ ও স্ত্রীলোকদের ক্ষেত্রে কোনায়াম একটি মূল্যবান ঔষধ । বৃদ্ধ বয়সের রোগে অর্থাৎ জীবনের শেষ অবস্থায় যখন দুৰ্ব্বলতা, অবসাদ, স্থানীয় প্রদাহ প্রভৃতি শরীরে আশ্রয় নেয় তখনই কোনায়াম অধিক উপযোগী। যুবা ও বয়স্কদের অতিরিক্ত হস্তমৈথুনের কুফলে ইন্দ্রিয় শৈথিল্য, ধ্বজভঙ্গ, স্মৃতি শক্তির দুর্ব্বলতা প্রভৃতি লক্ষণ ইহাতে দৃষ্ট হয়। কৌমার্যব্রত পালন হেতু কাম প্রবৃত্তি সংযত রাখাতে বা কাম প্রবৃত্তির অত্যধিক পরিচালনা হেতু বৃদ্ধ বয়সে যাহাদের দৈহিক ও মানসিক দুর্ব্বলতা আসিয়া ক্রমে পক্ষাঘাত পরিণত হইয়াছে তাদের ক্ষেত্রে ইহা সুন্দর কাজ করে। ফলতঃ জীবনের সন্ধিক্ষণে দেহ মন দুৰ্ব্বল হইয়া পড়িলে, দৃষ্টি শক্তির ক্ষীণতা, দেহের কম্পন, হাত পায়ে শক্তি না থাকা, পায়ের আড়ষ্ট ভাব দেখা দিলে এবং যে সকল পুরুষ বা স্ত্রীলোক দীর্ঘকাল ইন্দ্রিয় সংযমের ফলে আলস্য, কার্যে অনিচ্ছা, স্বভাবে উগ্রতা, ক্রোধ, লোক সঙ্গ পছন্দ না করা, বৃদ্ধদের প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধি হেতু থামিয়া থামিয়া মূত্র নির্গত হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয় তখন কোনারাম অতীব উপকারী ঔষধ। সেজন্যই ইহাকে আইবুড়ো ও আইবুড়ীদের ঔষধ বলা হয়।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।