চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

 চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ বর্ণনা কর।

 চক্ষু পীড়া লক্ষণ— স্ক্রফিউলস ধাতুগ্রস্ত ব্যক্তিদের চক্ষু রোগে প্রদাহ খুব বেশী নয়, অথচ আলোকের দিকে তাকাইতে পারে না এই লক্ষণে কোনায়াম উপযোগী। চক্ষুর যন্ত্রণা রাত্রিকালে বৃদ্ধি হয়, আলোক একেবারেই অসহ্য, অন্ধকারে বা চক্ষু বাঁধা থাকিলে আরাম বোধ, রোগী সর্বদাই চক্ষুর পাতা ফেলিয়া রাখে, চক্ষুর পাতার আংশিক বা সম্পূর্ণ পক্ষাঘাত। যেখায় চক্ষুর কোন বিশেষ প্রদাহ নাই কিন্তু আলোক অসহ্য সেজন্য চক্ষু বন্ধ রাখে, চক্ষু খুলিতেই গরম অশ্রু স্রাব বেগে নির্গত হইতে থাকে, তথায় কোনায়ামই একমাত্র ঔষধ । চক্ষুর ছানি রোগে এবং আঘাত যদি চক্ষু পীড়ার কারণ হয় তাহা হইলেও ইহা উৎকৃষ্ট ফলদায়ক।

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ