স্ত্রী পীড়ায় কোনায়ামের লক্ষণ

 স্ত্রী পীড়ায় কোনায়ামের লক্ষণ লিখ ।

 স্ত্রী পীড়ায় লক্ষণ:— ঋতুস্রাব সামান্য অল্পদিন স্থায়ী বা একেবারেই না থাকা প্রভৃতি অবস্থাগুলি ইহাতে বর্তমান আছে। তাহা ছাড়া ঋতুকালে সমগ্র দেহে ছোট ছোট লাল বর্ণের স্ফোটক দেখা দেয় এবং স্রাব অবসানের সঙ্গে সঙ্গেই ঐগুলি মিলাইয়া যায়। ঋতুর ঠিক ৮/১০ দিন পর ইহার শ্বেত প্রদর স্রাব দেখা দেয়। এই স্রাব কখনও রক্ত মিশ্রিত, কখনও দুগ্ধবৎ সাদা গাঢ়, মাঝে মাঝে বন্ধ হয়, যেখানে লাগে সেখানে হাজিয়া যায়। স্তনদ্বয়ের গ্রন্থি স্ফীতি, ডিম্বাধার প্রদাহ। প্রথমে গ্যাণ্ড সমূহে কোন প্রকার যন্ত্রণা থাকে না। তবে শুধু ঋতুস্রাবকালে স্তনে বেদনার অনুভূতি হয়। ঋতুস্রাবের সময় ব্যতীত অন্য সময় স্তনের লক্ষণ স্বাধীন ভাবে দেখা দেয় তখন তাহা ক্রমান্বয়ে শক্ত হইতে থাকে এবং কোনরূপ বেদনা তখন থাকে না ।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।