লাইকোপোডিয়ামের চরিত্রগত লক্ষণ

 চরিত্রগত লক্ষণ:-  

১) রোগী শীতকাতর, যদিও শীতকাতর তথাপি অংশ বিশেষে ঠাণ্ডাই চায়- মাথার দিকে গরম অনুভব করে। ইহা কেবল বক্ষদেশের নিম্ন অংশ সমূহে গরম চায়। উদর যন্ত্রে শৈত্যানুভূতির জন্য গরম খাদ্য অভিলাষ অর্থঃ মাথায় ঠাণ্ডা আকাঙ্খা।
২) রোগ লক্ষণ ডানদিকেই সৰ্ব্ব প্রথম দেখা দিয়া বামদিকে ধাবিত হয় বা ডান পার্শ্বেই সীমাবন্ধ থাকে ।
৩) অপিত্ত ও অজীর্ণে পেটে বায়ু সঞ্চয়, পেট ফোলা, পেট ডাকা, অম্ল- হেতু বুক জ্বালা, মুখে টক জল উঠা, টক ঢেকুর, আহারের পর তন্দ্রা ও আলস্য, কোষ্ঠ কাঠিন্য
৪) অতিরিক্ত ক্ষুধা কিম্বা অক্ষুয়া, দুই এক গ্রাস আহারের পরই পেট ফোলা, পেট দমশম হওয়া ।
৫) দেহের উর্দ্ধাংশ শীর্ণ, নিম্নাংশ ফোলা ।
৬) নাকের পাখা দুইটির উঠা পড়া, সর্দি অবস্থায় বা নিদ্রার মধ্যে বিনা সর্দিতে নাসিকা বন্ধ।
৭) প্রস্রাবের তলানি লালবর্ণ ইটের গুঁড়ার ন্যায়। কাপড়ে প্রস্রাব লাগিলে হলদে লাল মিশ্রিত রঙের ছোপ ধরে।
৮) দিন রাত্রি শুষ্ক কাশি, তৎসহ শরীরের ক্ষয় ও দুর্ব্বলতা।
৯) সারাদিন ক্রন্দন, কিছুতেই ধৈর্য ধারণ করিতে পারে না।
১০) অতিরিক্ত হস্তমৈথুন কিম্বা শুক্রনাশহেতু ধ্বজভঙ্গ।
১১) সঙ্গমের সময় বা পরে জ্বালা, যোনী শুষ্ক ।
১২) প্রতিবার মলত্যাগ কালে জননেন্দ্রিয় হইতে রক্তস্রাব । 
১৩) নিমোনিয়ায় ডানদিকে আক্রান্ত ।
১৪) কোষ্ঠ কাঠিন্য, মলত্যাগে অত্যন্ত কষ্ট।
১৫) রাত্রে ঘর্ম, ঘর্ম ঠাণ্ডা, চটচটে ও টকগন্ধ যুক্ত এবং দুর্গন্ধ বিশিষ্ট। 
১৬) শিশুদের ডানদিকের হার্নিয়া । 

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।