লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণ বর্ণনা

 

 লাইকোপোডিয়ামের মানসিক লক্ষণ-
১) রোগীর মনটি বড়ই দুর্ব্বল, ভীতিতে পরিপূর্ণ। নূতন কাজে হাত দিতে ভয় পায় কিন্তু একবার কাজ আরম্ভ করিলে অনায়াসে সে তাহা সমাধা করে।
২) নির্জনভাবে থাকিতে ভীতিজনক মনে হয়। 
৩) শান্তিপ্রিয়তা ইহার মনোলক্ষণের আর একটি দিক এবং সে জন্য পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গ পছন্দ করিলেও ইহার রোগী বেশী লোক পছন্দ করে না।
৪) কোমল স্বভাব, সামান্য বিষয়ে অতিশয় চঞ্চল হইয়া উঠে। দীর্ঘদিন বিচ্ছেদের পর কোনও আপনজনের সহিত সাক্ষাতে বা করুণ রসের কোন গল্প বা সঙ্গীত শুনিলে সে কাঁদিয়া ফেলে।
৫) অপরদিকে যকৃতের বিশৃঙ্খলা ও কোষ্ঠবদ্ধতা দেখা দিলে ইহার মনে একটা বিষণ্ণতা, বিরক্ত ও ভীতির ভাব বৃদ্ধি পায়। স্মৃতি শক্তির অল্পতা ও হত বুদ্ধির ভারও ইহাতে বেশ লক্ষ্য করা যায়।
৬) কথা বলিতে লিখিতে, বানান ভুল হয়। বক্তব্য শব্দ যোগায় না- ২/১ টি শব্দ বাদ পড়িয়া যায় । 
৭) পীড়িত অবস্থায় রোগী নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং উত্তেজিত ভাবে আদেশ দেয়।
৮) নিদ্রা ভঙ্গের পর ইহার শিশুরা কিছুক্ষণ বিষণ্ন ও হতবাক হইয়া চাহিয়া
থাকে যেন চতুর্দিকের সব কিছুই তাহার অপরিচিত। 

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।