কোনায়মের মানসিক লক্ষণ

  

১) রোগী অলস, নির্ব্বোধ, উদাসীন, জড় বিশেষ ও বিষণ্ন।
২) স্মৃতি শক্তি অত্যন্ত দুর্ব্বল ও ক্ষীণ। সেজন্য কোনও বিষয়ে মনোযোগ দিতে পারে না ।
৩) রোগী একাকী থাকিতে ভয় পায় অথচ সঙ্গও পছন্দ করে না। 
৪) মনটি বিষাদময়, এত ধীরে ধীরে এই অবস্থা আসিতে থাকে যে রোগীর আত্মীয় স্বজনরা বুঝিতে পারে না সে কোন দিকে চলিতেছে ।
৫) সামান্য কারণে অসম্ভষ্ট হয় ও সকল ব্যাপারেই শ্রেষ্ঠত্ব লাভ করিতে চায়। 

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।