কাশি ও স্বরভঙ্গে কষ্টিকামের লক্ষণ

 কাশি ও স্বরভঙ্গে লক্ষণ- কস্টিকামে গলার ভিতর বেদনা, টাটানি ভাব ও জ্বালা। কাশিতে গলা সুড় সুড় করে, গলার ব্যথা থাকে, অনেকবার কাশিবার পর সামান্য একটু গয়ার উঠে এবং কাশিবার ধমকে অনেক সময় অসাড়ে প্রস্রাব নির্গত হয়। সামান্য ঠাণ্ডা জলপানে উহা উপশমিত হয়। সন্ধ্যায় ও বিছানার গরমে কাশি বাড়ে। প্রাতে স্বরভঙ্গের বৃদ্ধি, প্রাতে স্বরনালী অত্যন্ত শুষ্ক ও গলার স্বর কর্কশ থাকে। কিন্তু পানাহার করিলে বা কিছুক্ষণ কথাবার্তা বলিলে ক্রমশ ঐ ভাবটি কমিয়া আসে। গলার স্বর প্রায় বন্ধ, তৎসহ টাটানি ব্যথা। চীৎকার করিয়া বা জোরে কথা বলিতে পারে না। রোগী মনে করে গলায় শ্লেষ্মা জড়াইয়া আছে, সে জন্য পুনঃ পুনঃ উহা তুলিয়া ফেলার চেষ্টা করে। শ্বাসনলীর কোনও তরুণ পীড়া অতীত হইবার পরও পুরাতন স্বরভঙ্গে প্রাতে বৃদ্ধি পাইলে কস্টিকামই উপযোগী।  


Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।