জিংঙ্কাম মেটালিকাম শিরঃপীড়ার (মাথাব্যথা) লক্ষণ

শিরঃপীড়ায়:- ইহার পুরাতন প্রকৃতিযুক্ত মাথা ধরার সঙ্গে দুর্বলতা ও মাথার পিছন দিকে অত্যান্ত যন্ত্রণা থাকে। যন্ত্রণার প্রকৃতি ছিঁড়িয়া ফেলাবৎ এবং উহা কোনও প্রকার চাপ দিলে ও মুক্ত বাতাসে উপশমিত হয় এবং গরম ঘরে বৃদ্ধি পায়। কিন্তু শরীরের অন্যান্য স্থানের যন্ত্রণা অবশ্য গরমেই হ্রাস পায়। যন্ত্রণার মাত্রাধিক্যে জিঙ্ক রোগীর সমস্ত শরীরটি ঘর্মাপ্লুত হইয়া উঠে। কিন্তু ঐ ঘামে ইহার কোনও উপশমই আসে না। মস্তিষ্কের ক্লাস্তি বা অবসন্নতা, নিউরালজিক মাথা ব্যথা, সেই সময়ে যাহা দেখে, তাহার অর্ধভাগ দেখিতে পায়, অপরাধ দেখিতে পায় না। আলোক ভীতি ও শিরোঘূর্ণন । কপালের দিক হইতে মাথা ব্যথা আরম্ভ হইয়া পশ্চাৎদিকে ব্যপ্ত হয়।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।