বাত রোগে কষ্টিকামের লক্ষণ

 বাত রোগে-  কস্টিকামে বাত আক্রান্ত স্থান খুব শক্ত ও অসাড় হইয়া থাকে, মনে হয় যেন সেখানকার মাংসপেশীসমূহ একত্রে বাঁধা আছে। গলা, কোমর হাত ও পায়ে শক্ত ও আড়ষ্ট ভাব দেখা যায়। ঘাড় ও গলায় শক্ত ও আড়স্টভাব, সেজন্য মাথাটি পর্যন্ত নাড়িতে পারে না। পুরাতন বাত। কোমরেও সে রকম অস্থির উপর বেদনা শক্তভাব, বিশেষতঃ বসিয়া উঠিতে গেলে বেদনা অধিক বোধ হয়। বাতে হাত ও পদদ্বয়ের পক্ষাঘাত। হাত যেন সর্বদাই সেঁটে থাকে ও সেই সঙ্গে বেদনা। সমস্ত পায়ে, উরুতে, হাঁটুতে, পায়ের পাতায় সেঁটে ধরা ও ফেড়ে ফেলার মত বেদনা। এই বেদনা যুক্ত বায়ু লাগিলে, সন্ধ্যায়, রাত্রিতে এবং নড়াচড়ায় বৃদ্ধি প্রাপ্ত হয়, বিছানায় শুইয়া থাকিলে উপশম। বাতজনিত প্রদাহ এবং সেজন্য হাত পা খেলিবার পেশীসমূহের সংকোচন এবং সন্ধিসমূহের শক্ত ভাব। বাতে পঙ্গু হইলে ইহা অপেক্ষা ফলপ্রদ ঔষধ আর নাই।  

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

কোনায়মের মানসিক লক্ষণ