জিংকাম মেটালিকাম এর মানসিক লক্ষণ

 মানসিক লক্ষণ:-

১) রোগীর মেজাজ সহজেই উত্তেতি হয়। নিস্তেজতাপূর্ণ অবস্থায় রোগী চুপচাপ পড়িয়া থাকে। চক্ষুদ্বয়   অর্ধনিমিলীত, এমনকি চোখের ভিতর আঙ্গুল প্রবশ করানো সত্ত্বেও রোগীর কোন সাড়াই পাওয়া যায় না। একেবারে মৃতবৎ পড়িয়া থাকাই ইহার প্রকৃতি । 
২) স্মৃতিশক্তির দুর্বলতা। কোন কাজ করিতে কথা বলিতে অনিচ্ছা ও বিরক্তিবোধ ।
৩) যতক্ষণ পর্যন্ত রোগীর জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত সে মনে করে, যেন কত পাপই না করিয়াছে এবং একথা মনে করিয়া সে অত্যান্ত অস্থির হইয়া উঠে এবং ঐ অস্থিরতাটি তাহার পদদ্বয়েই প্রধানতঃ সীমাবদ্ধ থাকে।
৪) কোন প্রশ্ন করিলে রোগী বোকার ন্যায় চাহিয়া থাকে, কিম্বা প্রত্যেক প্রশ্নের পুনরাবৃত্তি করিয়া উত্তর দেয়।
৫) রাত্রিকালে নিদ্রার মধ্যে হাঁটিয়া বেড়ায়।
৬) কোনও পরিশ্রম ও গণ্ডগোল সহ্য করিতে পারে না।
৭) কামোত্তেজনা সহ কামোন্মত্ততা। 

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

কোনায়মের মানসিক লক্ষণ