কষ্টিকামের মানসিক ও চরিত্রগত লক্ষণ

 


মানসিক লক্ষণ-
১) তীব্র সুস্পষ্ট ও সুনিশ্চিত ভীতিপূর্ণ উৎকণ্ঠা। আসন্ন দুর্ভাগ্যের বিভীষিকাময় ঘটনাসমূহ সুনিশ্চিত ভাবে সংঘটিত হইবেই এই প্রকার একটি অবাস্তব চিন্তাধারা মনের মধ্যে সর্বদাই দানা বাঁধিয়া থাকে।
২) মনটি অত্যন্ত দুর্বল ও বিষাদে পরিপূর্ণ। অন্যদিকে মনটি কোমলও বটে।
৩) অপরের দুঃখে কাঁদিয়া ফেলে, রক্ত দেখিলে ভয় পায় ।
৪) সকল বিষয়ে আশা শূন্য, চুপচাপ বসিয়া থাকার স্বভাব।
৫) অনেকদিন ধরিয়া মানসিক দুশ্চিন্তা, দুঃখ ও শোক সন্তাপ ভোগ করিয়া এই প্রকার মানসিক গোলযোগ। 

চরিত্রগত লক্ষণ -
১) হঠাৎ ভয়, আনন্দ, ক্রোধ, পুরাতন শোক, অনিদ্রা, রাত্রিজাগরণ এবং মৃত চর্মপীড়া জনিত কোনও পীড়ার উৎপত্তি।
২) ভঙ্গ, হঠাৎ স্বর বন্ধ হইয়া ল্যারিনজিয়াল পেশীর পক্ষাঘাত । গলায় টাটানি বেদনাসহ গলাধরা, প্রাতে স্বরভঙ্গের বৃদ্ধি ।
৩) কাশি এবং কাশিতে খুব গলা খাকাইয়া ভিতর হইতে গয়ার তুলিতে অসমর্থ, ঠাণ্ডা জল পান করিলে কাশির উপশম। কাশিতে কাশিতে অসাড়ে প্রস্রাব নিঃসরণ।
৪) প্রথম ঘুমেই ছেলেরা বিছানায় প্রসাব করে । 
৫) শিশুরা অনেক বিলম্বে চলিতে শিখে।
৬) ঘন ঘন বাহ্যের বেগ কিন্তু বাহ্য হয় না। দাঁড়াইয়া খুব জোরে কোঁথ দিলে তবে বাহ্য হয় ।
৭) হাঁচিতে ও চলিতে অসাড়ে প্রস্রাব নিঃসরণ।
৮) কাশিতে বুকে বেদনা, সে জন্যে সর্দি তুলিয়া ফেলিতে পারে না, গিলিয়া ফেলে। হুপিং কাশির প্রবল আক্ষেপ হইবার পর কাশি।
৯) অত্যন্ত দুর্বলতা, মূর্ছার মত হয় ও কাঁপে।
১০) পুড়িয়া যাইবার ক্ষত চিহ্নে পুনরায় বেদনা হয় ও পাকে। 
১১) নাকে, মুখে ও চক্ষুর ক্রর উপর আঁচিল। মুখের বাত ও উপরের চক্ষুর পাতায় ভার বোধ ও পক্ষাঘাত। প্রায় ডান অঙ্গে পক্ষাঘাত। ঠাণ্ডা লাগা হেতু পীড় ।
১২) টাইফয়েড বা ডিপথিরিয়া প্রভৃতি পীড়ার পর হইতে ধীরে ধীরে পক্ষাঘাত উৎপন্ন ।
১৩) রজঃস্রাব ক্ষীণ ও বিলম্বিত, রাত্রিতে শুইলে স্রাব বন্ধ হয় ।
১৪) বর্ষাকালে রোগী ভাল থাকে আর সুন্দর ঋতুতে রোগ লক্ষণের বৃদ্ধি হয়।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।