রেপার্টরী হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংক শাস্ত্র ব্যাখ্যা কর।

 প্রশ্ন- রেপার্টরী হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংক শাস্ত্র ব্যাখ্যা কর।


উত্তর ঃ রেপার্টরীকে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংক শাস্ত্র আখ্যায়িত করা যায়। অংক কষিয়া নির্ভুলভাবে সঠিক ঔষধ নির্বাচনে রেপার্টরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে। রেপার্টরীর সঠিক ব্যবহারের জন্য লক্ষণের মূল্যায়ন করা এবং বাছাই করা লক্ষণগুলি হইতে মানসিক ও অন্যান্য সামগ্রিক লক্ষণগুলির প্রয়োজনীয় রুব্রিক হইতে ঔষধের একটি তালিকা প্রস্তুত করিতে হয়। বাছাই করা প্রত্যেকটি ঔষধের নামের পাশে উহাদের মূল্য হিসাবে মোটা বা বড় অক্ষরের জন্য আংকিক মান ৩, বাঁকা বা তারকা চিহ্নিত অক্ষরের জন্য আংকিক মান ২ এবং সাধারণ অক্ষরের জন্য আংকিক মান ১ হিসাবে মূল্য লিখিতে হয়। এইভাবে সামগ্রিক রেপার্টরীকরণ শেষ হইলে যে ঔষধ মোট আংকিক মানের দিক হইতে সর্বোচ্চ মূল্য লাভ করে, সেই ঔষধটিই সাধারণতঃ রোগীর জন্য নির্বাচিত হইয়া থাকে। এইভাবে রেপার্টরীর সাহায্যে অংক কষিয়া সঠিক ঔষধ নির্বাচন করা যায় বলিয়া রেপার্টরীকে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংকশাস্ত্র বলা হয়।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।