মেটিরিয়া মেডিকা এবং রেপার্টরীর মধ্যে পার্থক্য কি?

 

প্রশ্ন- মেটিরিয়া মেডিকা এবং রেপার্টরীর মধ্যে পার্থক্য কি? আলোচনা কর।

উত্তর : মেটিরিয়া মেডিকা ও রেপার্টরীর মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হইল।

মেটিরিয়া মেডিকা

১। সকল ঔষধই সুস্থ মানব দেহে পরীক্ষিত।
২। মেটিরিয়া মেডিকায় নূতন ঔষধের সংযোজন করা হয় ।
৩। রেপার্টরী ছাড়া শুধু মেটিরিয়া মেডিকা দ্বারা চিকিৎসা চলিতে পারে।
৪। মেটিরিয়া মেডিকা ঔষধের ভান্ডার হিসাবে কাজ করে।
৫। ঔষধের বিবরণ পরিপূর্ণ ও বিস্ত ারিতভাবে দেওয়া থাকে। ইহা হইতে | প্রয়োজনীয় ঔষধাবলী রেপার্টরীর সাহায্যে সম্ভাব্য সঠিক ঔষধ খুঁজিয়া বাহির করা যায় ।

রেপার্টরী

১। সকল ঔষধ সুস্থ মানব দেহে পরীক্ষিত নয়।
২। রেপার্টরীতে নূতন ঔষধের সংযোজন করা হয় না।
৩। মেটিরিয়া মেডিকা ছাড়া শুধু রেপার্টরী যারা সত্যিকার চিকিৎসা চলে না।
৪। রেপার্টরী ঔষধ প্রাপ্তির সহজ নির্দেশক তথা মেটিরিয়া মেডিকার সূচীপত্র হিসাবে কাজ করে।
৫। রোগের বর্ণনা ও উহার প্রয়োজনীয় ঔষধাবলী সাজানো থাকে। তবে সঠিক ঔষধটি ব্যবহার করিতে হইলে মেটিরিয়া মেডিকার সাহায্য নিতে হয়।

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

কোনায়মের মানসিক লক্ষণ