চর্মরোগে নেট্রাম মিউর

 চর্মরোগে : চর্মরোগে নেট্রাম মিউরের লক্ষণ- নেট্রাম মিউর ও তাহার পরিপূরক সিরিয়ার শুরু নাতীর একজিমা ও নানা প্রকার চর্মপীড়া পরিস্ফুট এইতে প্রায়ই দেখা যায়, তবে সিপিয়ার চর্মপীড়া অত পরিসর, কিন্তু নেট্রাম মিটবে তাহা সুবিস্তৃত আকারে বিকাশ লাভ করে। নেট্রাম মিউরের যাবতীয় চর্ম লক্ষণ গ্রীষ্মকালেই বৃদ্ধি পায়। আর সিপিয়ার বৃদ্ধি গ্রীষ্ম অপেক্ষা বর্ষাকালেই বেশী। নেট্রামের চর্মোপরি শুদ্ধতার অনুভূতিটি ঠাণ্ডাজল প্রয়োগে উপশমিত হয়।

নেট্রামের একজিমায় সর্বদা রস ও পূঁজ ঝরে, মামড়ি পড়ে তাহাতে চুল জড়াইয়া যায়। সবিরাম জ্বর সহ আমবাত, তাহাতে অত্যন্ত চুলকানি থাকিলে ইহা উপকারী। হাতের কনুই এর নীচে, হাঁটুর নীচে ও অণ্ডকোষের একজিমার ইহার অধিক উপকারী। জল লাগিলে ইহার চর্মপীড়ার বৃদ্ধি পায় ও চুলকানি বাড়ে। আঙ্গুলের চামড়া শুষ্ক ও ফাটা তজ্জন্য সেলাইয়ের কার্যাদি করিতে পারে না।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।