হৃৎপিণ্ডের পীড়ায় নেট্রাম মিউরের লক্ষণ

 হৃৎপিণ্ডের পীড়ায় : হৃৎপিণ্ডের পীড়ায় নেট্রাম মিউরের লক্ষণ- রোগী হৃৎপিণ্ডটিকে অতিশয় দুর্বল মনে করে। শুইলে বিশেষতঃ বামদিক চাপিয়া শুইলে বুক ধড়ফড়ানি ও দুর্বলতা যেন আরও বৃদ্ধি পায়, হাত পা অসাড় ও ঠাণ্ডা হয়, হৃৎপিণ্ড কখনও কখনও অত্যন্ত জোরে স্পন্দিত হয়, তাহাতে সমস্ত শরীর যেন কাঁপিয়া উঠে। হৃৎপিতের ভিতর যেন পাখার মত ঝটপট করে, হৃৎপিণ্ডের আঘাত অসমান ও মধ্যলোপী- অর্থাৎ চলিতে চলিতে মধ্যে মধ্যে একেবারে থামিয়া যায়। নড়াচড়ায় বৃদ্ধি পায়। দুর্বল ও রক্তহীন ব্যক্তিগন যাহারা মানসিক শোক সন্তাপে ক্লিষ্ট হইয়াছে কিংবা রস-রক্ত বা শুক্রাদি ক্ষয় হেতু অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছে তাহাদের এই প্রকার হৃৎপিণ্ডের পীড়ায় নেট্রাম উপকারী।

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

কোনায়মের মানসিক লক্ষণ