রক্তহীনতায় নেট্রাম মিউরের লক্ষণ কি?

 রক্তহীনতায় লক্ষণ:- রক্তহীনতায় নেট্রাম মিউর -উত্তম ঔষধ। শরীরের রক্ত যখন কমিয়া যায় ও সেই জন্য সর্বাঙ্গের পুষ্টি সাধনের ব্যাঘাত ঘটে, রোগী যখন ক্রমশঃ দুর্বল ও জীর্ণ শীর্ণ হইয়া পড়ে। সামান্য মানসিক বা শারীরিক পরিশ্রমেই ক্লান্তি বোধ করে ও বুক ধড়ফড় করে তখন নেট্রাম মিউর ব্যবস্থেয়। শরীর হইতে তেজস্কর তরল পদার্থের ক্ষয় হইয়া রক্তহীনতা পীড়া হইলে অর্থাৎ পুরুষদের অতিরিক্ত বীর্য্য ক্ষয় হেতু ও স্ত্রীলোকদের ঋতু সংক্রান্ত পীড়া বশতঃ রক্তহীনতা রোগ হইলে ও দুর্বলতা আসিলে নেট্রাম মিউর সমধিক উপকারী। মাড়ী হইতে সর্বদা রক্ত চুয়াইয়া পড়িতে থাকিলে, মুখে, জিহ্বায়, দাঁতের গোড়ায় ঘা হইলে, শ্বাস-প্রশ্বাসে অত্যন্ত দুর্গন্ধ বাহির হইলে এবং জিহ্বার মানচিত্রের ন্যায় দাগ পড়িলে নেট্রাম মিউর ভাল ফল করে। কোন পুরাতন পীড়ায় রক্ত হীনতার ফলে যখন স্নায়বিক পীড়া দেখিতে যায়, তখন কতকগুলি মানসিক লক্ষণের উপর লক্ষ্য রাখিয়া নেট্রাম মিউর প্রয়োগ করিলে সুফল পাওয়া যায়। যেমন- রোগীর মন সর্বদা বিষণ্ণ থাকে, সামান্য কারণেই কাঁদিয়া ফেলে, সান্তনা দিলে দুঃখ উপলিয়া উঠে, এইরূপ কাঁদার সহিত বুক ধড়ফড় করে ও নাড়ী মাঝে মাঝে থামিয়া যায়, কোন কোন সময় আবার খুব রাগও হয়। কেবল রক্তহীনতা ও দুর্বলতা হেতুই এইরূপ হইয়া থাকে বলিয়া উপরোক্ত লক্ষণসমূহে নেট্রাম মিউর উপকারী।

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

কোনায়মের মানসিক লক্ষণ