দুর্বলতা ও দৃষ্টিশক্তি হ্রাসে নেট্রাম মিউর

 দুর্বলতা ও দৃষ্টিশক্তি হ্রাসে : চোখের দুর্বলতা ও দৃষ্টিশক্তি হ্রাসে নেট্রামের লক্ষণ- চোখের প্রায় সমস্ত মাংসপেশীগুলিই দুর্বল হইয়া পড়ে, চোখের পাতা নাড়িবার সময় মাংসপেশীর দুর্বলতা বশত উহা আড়ষ্ট বোধ হয়। পড়িবার সময় অক্ষরগুলি অস্পষ্ট দেখায়, মনে হয় যেন ঐগুলি একসঙ্গে জড়াইয়া গিয়াছে। ঐ সঙ্গে মেরুদণ্ড দুর্বল ও উপদাহযুক্ত হয়। ভাল ঘুম হয় না, দৃষ্টির ব্যঘাত ঘটে।

Comments

Popular posts from this blog

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

চক্ষু পীড়ায় কোনায়ামের লক্ষণ

কোনায়মের মানসিক লক্ষণ