শিরঃপীড়ায় বা মাথাব্যেথায় নেট্রাম মিউরের লক্ষণ

 শিরঃপীড়ায় : শিরঃপীড়ায় নেট্রাম মিউরের লক্ষণ- পুরাতন শিরঃপীড়া, আধকপালে মাথাব্যথা এবং শিরঃশূলে নেট্রাম মিউর একটি মহৌষধ। স্নায়বিক দুর্বলতা ও মাথার ব্রহ্মতালুর ভয়ানক বেদনা ও দপদপ করে। অনেক সময় প্রাতঃকালে ঘুম ভাঙ্গিবার পর হইতেই মাথার দপদপানি ব্যথা আরম্ভ হয়, সঙ্গে পিপাসা থাকে, রোগী যন্ত্রনায় পাগলের মত হইয়া উঠে। নেট্রামে সম্মুখ রগে ভয়ানক বেদনা হয়, তাহাতে মনে হয় যেন কপাল ফাটিবে, কেহ যেন হাতুড়ি মারিতেছে। মাথার ব্রহ্মতালুর বেদনায় মাথা ভারী বোধ হয়, চাপ দিলে যেন যন্ত্রনা একটু কমে। রোগীর মুখ চোখ রক্তহীন ও ফ্যাকাশে বর্ণের। মাথা বেথার সঙ্গে রোগীর দৃষ্টি ঝাপসা হইয়া আসে। স্ত্রীলোকদের ঋতু স্রাবের পর মাথাব্যথার বৃদ্ধি হইলে ইহা উৎকৃষ্ট ঔষধ। বিদ্যালয়ের বালক বালিকাদের শিরঃপীড়ায়ও নেট্রাম মিউর একটি অতি ফলদায়ক ঔষধ। নেট্রাম মিউরের শিরঃপীড়ার একটি বিশেষত্ব এই যে সূর্য উঠার সঙ্গে সঙ্গে শিরঃপীড়া আরম্ভ হইয়া দুই প্রহরে বেদনা অত্যন্ত বৃদ্ধি পায় এবং সুর্যাস্তের সঙ্গে বেদনা কমিয়া যায়। বালক বালিকাদের শিরঃপীড়ায় ক্যাম ফস ও খুব উপকারী।

Comments

Popular posts from this blog

নিমোনিয়ায় লাইকোপোডিয়ামের লক্ষণ

পরিপাক যন্ত্রের পীড়ায় (পাকাশয়ের উপসর্গ) লাইকোর ব্যবহার

পুংজননেন্দ্রিয়ের উপর কোনায়ামের লক্ষণ বা ক্রিয়া বর্ণনা কর।