Posts

Showing posts from May, 2023

রেপার্টরী হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংক শাস্ত্র ব্যাখ্যা কর।

  প্রশ্ন- রেপার্টরী হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংক শাস্ত্র ব্যাখ্যা কর। উত্তর ঃ রেপার্টরীকে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংক শাস্ত্র আখ্যায়িত করা যায়। অংক কষিয়া নির্ভুলভাবে সঠিক ঔষধ নির্বাচনে রেপার্টরীর গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে। রেপার্টরীর সঠিক ব্যবহারের জন্য লক্ষণের মূল্যায়ন করা এবং বাছাই করা লক্ষণগুলি হইতে মানসিক ও অন্যান্য সামগ্রিক লক্ষণগুলির প্রয়োজনীয় রুব্রিক হইতে ঔষধের একটি তালিকা প্রস্তুত করিতে হয়। বাছাই করা প্রত্যেকটি ঔষধের নামের পাশে উহাদের মূল্য হিসাবে মোটা বা বড় অক্ষরের জন্য আংকিক মান ৩, বাঁকা বা তারকা চিহ্নিত অক্ষরের জন্য আংকিক মান ২ এবং সাধারণ অক্ষরের জন্য আংকিক মান ১ হিসাবে মূল্য লিখিতে হয়। এইভাবে সামগ্রিক রেপার্টরীকরণ শেষ হইলে যে ঔষধ মোট আংকিক মানের দিক হইতে সর্বোচ্চ মূল্য লাভ করে, সেই ঔষধটিই সাধারণতঃ রোগীর জন্য নির্বাচিত হইয়া থাকে। এইভাবে রেপার্টরীর সাহায্যে অংক কষিয়া সঠিক ঔষধ নির্বাচন করা যায় বলিয়া রেপার্টরীকে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির অংকশাস্ত্র বলা হয়।

মেটিরিয়া মেডিকা এবং রেপার্টরীর মধ্যে পার্থক্য কি?

  প্রশ্ন- মেটিরিয়া মেডিকা এবং রেপার্টরীর মধ্যে পার্থক্য কি? আলোচনা কর। উত্তর : মেটিরিয়া মেডিকা ও রেপার্টরীর মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হইল। মেটিরিয়া মেডিকা ১। সকল ঔষধই সুস্থ মানব দেহে পরীক্ষিত। ২। মেটিরিয়া মেডিকায় নূতন ঔষধের সংযোজন করা হয় । ৩। রেপার্টরী ছাড়া শুধু মেটিরিয়া মেডিকা দ্বারা চিকিৎসা চলিতে পারে। ৪। মেটিরিয়া মেডিকা ঔষধের ভান্ডার হিসাবে কাজ করে। ৫। ঔষধের বিবরণ পরিপূর্ণ ও বিস্ত ারিতভাবে দেওয়া থাকে। ইহা হইতে | প্রয়োজনীয় ঔষধাবলী রেপার্টরীর সাহায্যে সম্ভাব্য সঠিক ঔষধ খুঁজিয়া বাহির করা যায় । রেপার্টরী ১। সকল ঔষধ সুস্থ মানব দেহে পরীক্ষিত নয়। ২। রেপার্টরীতে নূতন ঔষধের সংযোজন করা হয় না। ৩। মেটিরিয়া মেডিকা ছাড়া শুধু রেপার্টরী যারা সত্যিকার চিকিৎসা চলে না। ৪। রেপার্টরী ঔষধ প্রাপ্তির সহজ নির্দেশক তথা মেটিরিয়া মেডিকার সূচীপত্র হিসাবে কাজ করে। ৫। রোগের বর্ণনা ও উহার প্রয়োজনীয় ঔষধাবলী সাজানো থাকে। তবে সঠিক ঔষধটি ব্যবহার করিতে হইলে মেটিরিয়া মেডিকার সাহায্য নিতে হয়।